নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

উত্তরা, ঢাকা

১৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৪

উত্তরা, ঢাকা
সাইফুল ইসলাম সাঈফ

এতো দীর্ঘদিন ঘুরেছি আমি উত্তরা
তবুও নেই অজস্র, অঘনিষ্ঠ বন্ধুরা!
কয়েক জন আছে, লেনদেন নেই
ওদের কাছে আমার মূল্য যে-ই!
পড়েনি নজরে, চলাচল একই পথে
ইচ্ছে হলেও, বাঁক নিতাম সাথেসাথে!
রাজলক্ষ্মী আমি সবচেয়ে বেশি এসেছি
এর কাছাকাছি জীবন অতিবাহিত করেছি।
আব্দুল্লাহপুর, হাউস বিল্ডিং, বিএনএস সেন্টার
আজমপুর, রাজলক্ষ্মী আসতাম অহেতুক প্রতিবার।
উত্তরা ডিয়াবাড়ি ছিল বিশাল বিল
তখন এখন পার্থক্য, কাড়ে দিল!
এর জলে ধরেছি মাছ কত
বরশি পেতে ব্যর্থ হয়েছি যত।
সেক্টর ১৪, ১২তে উড়েয়েছি ঘুড়ি
মেলেনি ঘোরাঘুরি করেও হৃদয়ে বুড়ি!
সেক্টর ৫এর কেউ আমায় চেনে
এতো দেখেও বলেনি কেউ কানেকানে।
মন ছুকিয়ে ফেটে আমার চৌচির
বাড়ি, গাড়ি হয়নি, নেই প্রাচীর!
এক বিষয়ে লিখতে লিখতে ক্লান্ত
কোনোভাবে চিত্ত হচ্ছে না শান্ত!

উত্তরা, ঢাকা।
১৬.১১.২০২৩

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: উত্তরা ছাড়াও আরো অনেক এলাকা আছে। সেগুলো সম্পর্কেও জানতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.