নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
মুহূর্ত
সাইফুল ইসলাম সাঈফ
তুমি আমার ভালো লাগার মুহূর্ত
খেয়ালে খেয়ালে থাকো যে যত!
তোমায় আমি ভাবি যে কত
সবসময় কামনায় নিমগ্ন, থাকি রত!
তুমি আমার পছন্দ, উৎফুল্ল চিত্ত
তোমার পরশের জন্য উদগ্রীব, তপ্ত!
প্রতিটি প্রস্ফুটিত ফুলের সুগন্ধে মুগ্ধ
রূপের আগুনে হতে চায় দগ্ধ!
খালি ভেবে ভেবেই আজো বিরত
শুধু ভালোবাসি তোমায়, চাই অবিরত!
সংযত থাকার কারণে যাচাইহীন পুরুষত্ব
সুন্দর জীবনের জন্য আছে শর্ত!
সাদাসিধা চলার জন্য যা চাও...
মনমত কি তুমি সব পাও?
কেন যে খোঁজ নিয়ে পালাও
বুঝি না আমি আল্লাহ কাঁদাও!
সহজ সরল পথ-ই-তো চেয়েছি
কেন তবে নিরবে কেঁদে যাচ্ছি!
একজন রমণীর ছোঁয়াই তো চাওয়া
কেন তবে আজও না পাওয়া!
যথা সময়ে সফলতা সবার প্রত্যাশা
না পেয়ে, না পেয়ে হতাশা!
বুঝেও কেন পারিনা করতে সমাধাণ
কি লাভ সব হারিয়ে, অপমান!?
জয়ী কর, এবার দেখো সবে
আমার কুপির আলো কেন নিবে?
কেঁদে যাই, কেঁদে যাই আজ
হারাচ্ছি দিনদিন, আমার এতো লাজ!
উত্তরা, ঢাকা।
১৭.১১.২০২৩
২| ১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাকারগুলো পূর্ণতা পরিপূর্ণ হউক
ভালো লাগলো
৩| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: পড়লাম।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৭
বিজন রয় বলেছেন: এত না পাওয়া, এত আফসোস, এত হাহাকার!
মনের অস্ফুট বেদনা কবিতায় প্রকাশ।
বেশ....!!!