নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

প্রথম ঝলক

২৪ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:০৩

প্রথম ঝলক
সাইফুল ইসলাম সাঈফ

টং দোকানে বসে চা খাচ্ছিলাম উত্তরার “উঁচা মাটিতে “ জায়গাটা সম্ভবতো ঐ নামে ডাকা হতো। এখন সেক্টর ১২। হঠাৎ পিছনে তাকাতে একটা ঝলক, পলক পড়তেই বিমোহিত! মনে মনে ভাবতাম সেই ঘটনা। আবার ভাবলে মাঝে মাঝে দেখা হয়ে যেত। দূর থেকে আচমকা দেখা হতো। আমারও খুব ভালো লাগতো কিন্তু ভয় ভয় অনুভব করতাম। সাহস করে সামনে যেতে পারতাম না। দেখা হলে দিক পালটে যেতাম। মনে মনে খুঁজতাম!

ভেবে ভেবে দিন যাচ্ছে কথা বলার ইচ্ছেও জাগতো না শুধু ভালো লাগা কাজ করতো। সেই প্রথম ঝলকে সুন্দর লাগা মেয়েটিও আমায় দেখতো মনে হতো সেও কিছু বলতে চায়। তবে কোনদিনই কিছু বলেনি বা বলা হয়নি। ঐ সময় ছিল আমার বয়ঃসন্ধি কাল। আমার মানসিক পরির্বতন ঘটে যার কারণে গুটিয়ে যাই। খেলাধুলা বন্ধ করে কেবল ভাবতাম আর ভাবতাম। এভাবে আমার শরীর মন দুটোই খারাপ হতে থাকে।

কিছুদিন এভাবে দেখা হয়ে যেতে এলাকার অলিগলিতে। এরপর কোথায় যেন হাওয়া হয়ে যায়। আর কোনদিন তাকে খুঁজে পাইনি। এটাই ছিল আমার প্রথম ভালো লাগা কিশোরী! দিনদিন বেড়ে উঠছি। অসংখ্য রূপ পথে ঘাটে সুন্দর লাগে কত আর মনে রাখা যায়। তবুও অনেক রূপ মাঝে মাঝে খেয়ালে আসে। সেই কিশোর কালের মন এখনও আমার আগের মতই আছে। পরিবর্তন হয়েছে কেবল শরীর। একা দিন যাচ্ছে সব হারিয়ে নিঃস্ব, ক্লান্ত!

উত্তরা, ঢাকা।
২৪.১১.২০২৩

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: হাওয়া হয়ে যাওয়ায় ভালো হয়েছে। যোগাযোগ থাকলে জানতেন ওর সম্পর্ক আছে।

২| ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: কবিতার চেয়ে ডায়েরি লেখা ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.