নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
অনাগ্রহ
সাইফুল ইসলাম সাঈফ
আগ্রহ নেই কারো আমার প্রতি
কল্পনায় আসে রমণীর দৃশ্য-রতি!
সরানো যায় না, কঠিন যন্ত্রণা
শুন্য হৃদয়ে বাঁচা যায় না!
নক করেছি সাড়া মেলেনি, অজানা
আর দেখতে চাই না আয়না!
কী চায় ওরা বুঝিনা আজো
শুধু খালি খুঁজো আর খুঁজো!
সাড়া দেয় না কেবল অনাগ্রহ
আর ভালো লাগে চিৎকার প্রত্যহ!
উত্তরা, ঢাকা।
১১।১২।২০২৩
২| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৯
বিজন রয় বলেছেন: রতি দৃশ্য কল্পনা করা খারাপ না, সবাই করে।
কিন্তু উপস্থাপানা আরো ভালোভাবে হতে পারে।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৫
রাজীব নুর বলেছেন: কবিতা ছাড়া অন্য কিছু লেখার ক্ষমতা আপনার আছে?