নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ইচ্ছে গুলো
সাইফুল ইসলাম সাঈফ
ইচ্ছে গুলো যাচ্ছে উড়ে উড়ে
ধরতে না পেরে যাচ্ছি মরে!
কবে আসবে রোদ জ্বলজ্বল সুদিন
কষ্টে মেলে হায় নিত্যদিন, রাতদিন!
দেশে দেশে হচ্ছে কেবল উন্নতি
আমরা হারাচ্ছি কেবল রত্ন-সুমতি!
সহজলভ্য যা পেতে এত কঠিন
এগিয়ে যাবে বহুদূরে লোকসান দিন!
হারায় আমরা শুধু যথা সময়
বাড়ে যন্ত্রণা, হয় হৃদয়ের ক্ষয়!
লক্ষ্য থাকা সত্ত্বেও বিঘ্ন গতি
ধীর হয়ে গেছে মতি প্রভাতি!
দেশ জুড়ে বিষণ্ণ মানুষের আর্তনাদ
ভালো লাগার হেতু জোছনা চাঁদ!
উত্তরা, ঢাকা।
০৭.০১.২০২৪
২| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১০
নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...
৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: ভালো।
৪| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সুন্দর প্রকাশ।
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫১
বিজন রয় বলেছেন: ইচ্ছেগুলো উড়ে যাচ্ছে।
আবার আসবে ফিরে।