নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
দাও অনুমতি
সাইফুল ইসলাম সাঈফ
হৃদয়ের হলে দেখার থাকত অনুমতি
তাহলে অপলক তাকিয়ে দেখতাম প্রীতি!
কত না দেখার, ছোঁয়ার ইচ্ছে
কত না ক্ষতি করে দিচ্ছে!
এলে না, এলে না পাশে
সবাই কেমন যেনো তাচ্ছিল্য হাসে!
কীভাবে তোমায় বুকে চূড়ান্ত বাঁধবো
কীভাবে তোমার মনের সম্মতি পাবো!?
সহজ করে দাও না ভাষা
অনেক দিনের কত যে আশা।
তুমি যদি না বুঝো আহ্বান
যাবে যাবে ঠিকই এই প্রাণ!
অপেক্ষা করতে করতে বড়ো ক্লান্ত
নাই কী কারো চিত্ত প্রশান্ত!?
ডেকে যাই, ডেকে যাই প্রিয়
ভালবাসিও, আমায় নিখুঁত প্রেরণা দিও!
রাজা-বাদশা ডুবে গেছে জলে
মরে যাচ্ছি না পেয়ে ফলে!
একলা থাকা জীবত না বলে
ঝাপিয়ে পড়ে যুবক দলে দলে।
না বুঝে আজ আমি শেষ
থাকতে পারি না কোনোভাবে বেশ!
চলে এসো না, এসো সানন্দে
দেখো থাকি কীভাবে খুব আনন্দে!
উত্তরা, ঢাকা।
০৮.০১.২০২৪
০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫২
সাইফুলসাইফসাই বলেছেন: যদি কোনো রমণী বৈধ হতো (বিয়ে করা যদি হতো) আমার জন্য তাহলে তার সমস্ত সৌন্দর্য দেখার অনুমতি থাকতো। আামি তখন তার সৌন্দর্য মন ভরে দেখতাম আর ভালোবাসতাম।
২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫০
নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সকাল কবি।
৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: এরকম কবিতা লিখে প্রতিষ্ঠা পাবেন না।
৪| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: প্রথম লাইনে টাইপো আছে।
৫| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৪২
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: হৃদয়ের হলে, মানে বুঝলাম না।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪২
বিজন রয় বলেছেন: শুভসকাল।
ভালো আছেন?
প্রথম লাইনটি বুঝতে পারিনি।
একটু যদি বলতেন।