নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

শালীন-অশালীন

১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:০৯

শালীন-অশালীন
সাইফুল ইসলাম সাঈফ

শালীন সাজগোছ দৃষ্টি শীতল করে প্রায় প্রতিটা মানুষের। মনে মনে সুচিন্তার জাগে, সুন্দর কথা এমনিতে আওড়ায়। যুবক বলছি শালীনতা আজও আমার কোনো ক্ষতি করতে পারেনি! বরঞ্চ মায়া, মমতা, ভালবাসা জাগ্রত হয়। অশালীন সাজসজ্জায় দেখলে প্রায় প্রতিটা পুরুষের মনে কামনার ইচ্ছে হয়! যা করে উভয়কে ক্ষতিগ্রস্ত!

স্যাতস্যাতে হয়ে পড়েছে দেশ, সমাজ। কারণ অশালীনতায় ভরে গেছে। একজনের সৌন্দর্য যতজন দেখে ততজনই প্রলুব্ধ হয় বা হই। প্রকাশ্যে এই সমাজে হচ্ছে অশালীন কর্মকান্ড! যা দুঃখ বয়ে আনছে। হয়ত অশালীন কাজে আমরা সুখ পাই কিন্তু তা ত্রুতি নষ্ট করে মতি যা ক্ষতি!

সাদাসিধা সাজ হচ্ছে শালীন। অশালীন সাজ করে চিরদিনের জন্য বিলীন। মায়া, মমতা, ভালবাসা এখানে কাজ করে না হারিয়া যায়। কুচিন্তায় সারাক্ষণ থাকে ‍যুবক-যুবতীরা ব্যস্ত। কারণ অধিকাংশ আড্ডার বিষয়বস্তু অশালীন কথা-বার্তা।

উত্তরা, ঢাকা।
১২.০১.২০২৪

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
জীব জগতে মানবকুল শুধু শ্রেষ্ঠ নয় মানুষ পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রানী।
প্রতিটি ধর্মপুস্তকেও একই কথা বলে।
প্রাচীনকাল থেকেই মানুষ পুরুষ হউক বা মহিলা হউক সবাই নিজেদের পছন্দের মানানসই সুন্দর পরিষ্কার পোষাক পরিধান করে
সুন্দর হয়ে থাকতে চায়।
মানবকুলের এই সুন্দর থাকাকে যারা অসুন্দর কালো বস্তা দিয়ে ঢেকে রাখতে চায় সেটাই অসুন্দর অশালীন

২| ১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: অশালীন বলতে দুনিয়াতে কিছু নাই।
নুড ফটোগ্রাফি বুঝেন?

৩| ১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৭

বিজন রয় বলেছেন: আস্তে আস্তে মানুষ আরো শালীন হয়ে উঠবে।

সেটা সময়ের প্রয়োজনে।

৪| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: অশালীনের সংজ্ঞা কেমন? মানে কোন ধরণের সাজ মনে ভালোবাসা সৃষ্টি করে, আর কোন ধরণের সাজ কামনা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.