নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
কামরাঙা ফুল
সাইফুল ইসলাম সাঈফ
প্রায় পুরুষের আকর্ষণ কামরাঙা ফুল
না ছুঁয়েও ভেবে মারাত্মক ভুল!
না পেলে করে কেবল ব্যাকুল
শালীন পোশাকের নারীই সুবাসিত ফুল!
ধ্বংস হয়ে গেছি না ছুঁয়ে
এলো না কেউ এখনো হৃদয়ে।
প্রস্তাব করছি তোমার দরজায় জান্নাত
খুব খুব অস্বস্বিতে কাটে রাত!
কিছুই ভালো লাগে না আমার
অপেক্ষা করছি দীর্ঘদিন অদেখা তোমার।
কল্পনাও করতে পারি না, ক্ষয়
সব কিছুতে লাগে ভীষণ ভয়!
সাহস হবে না প্রশ্ন করতে
তুমিই বলেই ফেলো খোলাখুলি, জানতে।
সবার মন বুঝতে আমি অক্ষম
আনাড়ি তাই পেয়েছি খুব জখম।
যা বুঝি, বুঝেও থাকি চুপ
মরে গেছে চিত্ত, আবর্জনার স্তুপ।
ফুলের রূপ, ঘ্রাণ পছন্দ পছন্দ
মনমত হলেই পাই অনেক আনন্দ।
এসো না উৎফুল্ল কর অন্তর
তুমি নাই বিধায় করেছে পর।
পাশে এলে হবে স্বজন খুশি
শীতল করে দাওনাহ্! বলো ভালবাসি!
১৬ ফাল্গুন ১৪৩০
২৯। ০২।২০২৪
সেক্টর- ০৫ উত্তরা, ঢাকা।
©somewhere in net ltd.
১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৯
রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পাঠ করলাম।