নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সরলরূপে
সাইফুল ইসলাম সাঈফ
সরলরূপে সবার সাথে বলি কথা
উদ্দেশ্য সদাচার, সেজন্য নিত্য ব্যথা!
কে কী ভাবে আমার অজানা
স্বার্থশূন্য, করি না একটুও বাহানা!
আমার যদি থাকত দিতাম বিলিয়ে
ইচ্ছে আমার যাই বহুদূরে পালিয়ে!
কারো সাথে মিল হলো না
তাই বেড়ে গেছে খুব যাতনা!
চুপে চুপে অনেক আর্তনাদ-ক্রন্দন
রূপান্তরিত হচ্ছি প্রতিদিন যেমন চন্দন।
পড়াশোনা করতে না পেরেই পাগল
বাংলা মায়ের ভাষা, বলি অনর্গল।
তুমি সম্মান দাওনা তোমার সমস্যা
অবৈধ অর্থের বিনিমেয়ের ছোঁয়াই বেশ্যা!
অনৈতিক করতে, করছে সমাজ উৎসাহিত
তা করেই কেউ আনন্দিত, গর্বিত।
মাগনা খাওয়াতে চায় আমায় অনেকে
কামলাতে সুখ! জীবন গেছে থবকে।
সঙ্গী হতে হলে আমায় জানো
আমার ইচ্ছের দাও গুরুত্ব প্রানো।
আমি হয়ে যাচ্ছি দিনদিন দুর্লভ
আমার আছে অবহেলার কারণে ক্ষোভ।
মনমালিন্যের জন্য যথা সময় নষ্ট
হয়না সমাধান চেয়েও, ভীষণ কষ্ট!
দেখা একটা রূপের পিছনেও ছুটেনি
এসো নাহ্! আমার চমৎকার রানী।
আমার যা পছন্দ, আয়োত্তের বাহিরে
দেখে নাই কেউ পাশে আহারে।
আমার মতে দাও সঠিক সাড়া
তোমাকে দিবো রক্তলাল ফুলের তোড়া।
সেক্টর-৫, উত্তরা, ঢাকা।
০১.০৩.২০২৪
২| ০২ রা মার্চ, ২০২৪ সকাল ১১:১২
রানার ব্লগ বলেছেন: আমি ভাই খুব সল্প মস্তিষ্কের মানুষ তাই বেশ কয়েক বার পড়ে বুঝতে পেরেছি । সুন্দর রচনা !!!
৩| ০২ রা মার্চ, ২০২৪ দুপুর ১২:০৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শিশুতোষ।
৪| ০২ রা মার্চ, ২০২৪ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০২৪ দুপুর ১২:১০
মায়াস্পর্শ বলেছেন: আপনি আরও দুর্লভ হয়ে উঠুন। আপনার লেখাগুলো আপনি কেন্দ্রিক হয়ে যায় সব। পরিপার্শ্বিকবিষয় গুলো লেখায় নিয়ে আসতে পারেন।ভালো লেগেছে।