নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Come gladly in my heart\nRandomly going life like inexpert!\n\nDo you want to know my insight? \nIt is very nice and presents light.

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

আড়ম্বর

১৮ ই মার্চ, ২০২৪ সকাল ১১:০৫

আড়ম্বর
সাইফুল ইসলাম সাঈফ

সবকিছু হয়ে যাচ্ছে দিনদিন জাঁকজমক
সবাই দেখাতে চায় নতুনত্ব, চমক!
শহরে, রাস্তার দুধারে, জাঁকালো দোকান
তাতে প্রবেশে লাগে ভয়, বেমানান।
চমৎকার, চমৎকার বাড়ি আর গাড়ি
সুন্দর, সুন্দর ‍ফুল আর নারী।
তাক লাগানো সব সাজসজ্জা, রূপ
অবাক দৃষ্টিতে দেখি, থাকি নিশ্চুপ।
সবসময় চলি সাদাসিধা, চাহিদা কম
আবৃত থাকি, আমার লাগে শরম।
জীবনে রোজগার, কেনাকাটা করেছি সামান্য
তাই সবার চেয়ে আজ অনন্য।
বর্তমানেও বুঝেও তৃপ্তি নেই কল্পনায়
নিজের চেহারা অবলোকন করি আয়নায়।
সফলতা নেই, আছে খুব ভয়
কারণ যাচ্ছে ক্ষয়ে, হচ্ছে ক্ষয়!
সকলের সাথে আমার হচ্ছে না,
একদম মানানসই! পছন্দসই হচ্ছি না।
অনারম্বর যাচ্ছে আমার সময় কেটে
আগ্রহ দেখায় কেউ, প্রভাতে ফোটে!
আমার স্বপ্ন নীল আকাশের জ্বলজ্বল
সুমিষ্ট হবে প্রতিটি কর্ম, ফলাফল।
আমার সঙ্গের খুবই দরকার বাঁচতে
কেউ আসে না কেন? জানতে!
হয় না! হয় না! কিছু
শুধুই ছুটি উপার্জনের জন্য পিছু...
বিরক্ত লাগে সব, সব, কিছু
ধ্বংস হয়ে যাচ্ছি, হচ্ছি নিচু!

সেক্টর-০৫, উত্তরা, ঢাকা।
১৮.০৩.২৪

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২৪ সকাল ১১:২৫

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক ভাবনা

২| ১৮ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: কবিতার পাশাপাশি অন্য কিছু লিখেন।

৩| ১৮ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

এম ডি মুসা বলেছেন: ভালো হয়েছে শুভেচ্ছা রইলো আপনার জন্য।

৪| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৩৭

মিথমেকার বলেছেন: সুন্দর ছন্দ কবিতা!
আপনি ছড়া লেখার চেষ্টা করতে পারেন দারুণ হবে।

৫| ০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ৮:৩৮

[email protected] বলেছেন: কবিতার পাশাপাশি তিনি অন্য ধরনের লেখাও লিখেছেন। https://space-barclicker.com

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.