নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
প্রথম বার্তা
সাইফুল ইসলাম সাঈফ
প্রথম বার্তা দেই একটি মেয়েকে
সে ছিলো ইন্দোনেশিয়ান
প্রথম ফেসবুক একাউন্ট খুলে।
ইংরেজি জানতাম খুব কম
বাক্য গঠন করতে পারতাম না
এখনও ইংরেজিতে, তেমন পারি না!
পড়তে পড়তে আগের চেয়ে ভালো
বুঝে গেছি পড়া হচ্ছে আলো।
সূর্যের আলোতে সব দেখা যায় না
চাঁদের আলোতেও সব দেখা যায় না।
জোনাকির আলোয়ও পথ চলা যায়
অন্ধকারেও কখনো পথ চলা যায়।
শব্দ শব্দ সাজিয়ে তৈরি করা হয়
এত উঁচুতে স্বপ্ন কেনো রয়?
আড্ডা দিয়েছি কিছু দিন
টান শুরু হলো, হারিয়ে গেলো একদিন!
পিঁপড়ের মত হৃদয়ে একটু ব্যথা হলো
এটা কি প্রেম তোমরা বলো?
এরপর কেউ এলো না মনে
কে যানে পাবো কোনখানে।
সেক্টর-১২, উত্তরা, ঢাকা।
২৪.০৩.২৪
২| ২৪ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার শুভ কামনা
৩| ২৪ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১৪
মায়াস্পর্শ বলেছেন: ভিসা লাগান ইন্দোনেশিয়াতে।
৪| ২৪ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৫
এম ডি মুসা বলেছেন: কবিতা না গল্প নাকি জীবন কাহিনীমূলক কবিতা।
৫| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১১:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
না।