নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

আনচান

৩০ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৪৬

আনচান
সাইফুল ইসলাম সাঈফ

আনচান করে মন তোমায় ভেবে
দেখা হবে কি? হবে কবে?
তোমার জাঁকালো সাজগোছ দেখে ভয়ে
আমার সাদাসিধা বেশভূষা, কারবে হৃদয়ে?
চাই হোক দেখা সামনা সামনি
চিন্তিত কিভাবে দিবো তোমায় সম্মানি!
এতদিনে চিত্তে করেছ তৈরি উর্মি
এতদিনে এলো বোধহয় প্রেমের মৌসুমি!
সেদিন চেয়ে ছিলাম দেখা করতে
হয় যাতে কথা সরাসরি সাক্ষাতে।
পারিনি যেতে কারণ ছিলাম ভয়াতুর
অর্জন নাই হয়ে গেছি ফতুর!
তুমি যে যে আয়োজনের সম্মানিত
দেখে খুশি হই, হই আনন্দিত!
কেবল আয় না থাকার কারণে
কিছুই করতে পারছি না জীবনে।
স্বপ্ন, ইচ্ছে সব হয়েছে ধুলো
আলোতে দেখি এখন মিশমিশে কালো।
প্রভুর কাছে চেয়ে চেয়ে ক্লান্ত
বিপদ মানে নিয়ামত তবুও অশান্ত!
তুমি পাশে নাই বিধায় একলা
জানতে পারলেই কেউ, করে অবহেলা।
চলে এসো না, হৃদয়ে নিঝুমে
যতনে, আদরে, পরশ দিবো প্রথমে।
সেই কবে থেকে করছি কল্পনা
সেই কবে থেকে করছি আলপনা।
তুমি এলে যাবে অনর্থক কামনা
তুমি এসো নাহ্, এসো প্রেরণা!
একটা রাতও ভালো যায় না
তুমিই তো আমার মনে আয়না।

সেক্টর-১২, উত্তরা, ঢাকা।
৩০.০৩.২০২৪

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৫৯

মায়াস্পর্শ বলেছেন: সুন্দর ভাই।

২| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ১১:২৮

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.