নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
উপহারস্বরূপ
সাইফুল ইসলাম সাঈফ
সর্বোত্তম গ্রন্থ পেয়েছো কি উপহারস্বরূপ
ভয়ংকর হয়ে যাচ্ছে মানুষের রূপ!
প্রথমে বলেছেন পড়তে রবের নামে
অনাবৃত দেখা যায় দেহ মূল্যকমে!
এখনো পারি না পড়তে আরবি
বিচিত্র ঘটনার মুখোমুখি, তুলি ছবি।
প্রায় প্রত্যেকে মূল্যহিন, উদাসীন, স্বাধীন
যা খুশি করছে, হচ্ছে বিলীন।
দেশে দেশে স্বীমা, করছে স্বীমালঙ্ঘন
সেজন্য দ্বদ্ধে জড়াচ্ছে, হারাচ্ছে প্রিয়াঙ্গন।
উত্তম চরিত্র, আদর্শ কর অনুসরণ
কল্যাণকর করেছে জগত আর মনন।
আমরা এত এত শিক্ষা বিমুখ
মনের মধ্যে এত কেন অসুখ?
প্রায় সবার প্রত্যাশা আনন্দ-শান্তি
দিনদিন সবার হচ্ছে ক্ষতি-অবনতি।
প্রথমে পড়তে হবে, না পারলে-
শিখতে হবে; উন্নতি হবে ফলাফলে।
এই দেশ কেন শিক্ষায় পিছিয়ে
অর্জিত হয় না সব দিয়ে।
দেশ গরিব, সমাজ গরিব, স্বীয়
সবাই হতে চাই সেরা, প্রিয়!
দলিপাড়া, তুরাগ, ঢাক।
০৭.০৪.২৪
©somewhere in net ltd.