নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

নিষেধ

২১ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:২২

নিষেধ
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দর! সুন্দর লাগে কিন্তু নিষেধ!
আমরা মানুষ, আছে পার্থক্য, মতভেদ!
বিয়ের পূর্বের প্রেম প্রত্যেকর ক্ষতি
দেখলে নগ্নতা করে নষ্ট মতি।
প্রতি রূপের অঙ্গ আছে চমৎকার
তা-না-হলে কীভাবে করে সংসার?
সব দেশে আছে নিয়ম-কানুন
তা সবাই মানে না বুঝুন।
দুষ্ট দুষ্টামি করে, করে অমান্য
ঘটনা আছে, আছে জগতে প্রামাণ্য।
চলচ্চিত্রে প্রায় সবাই দেখে, দেখছে
বদমায়েশ, বদমায়িশি করছে, দৃশ্যে দেখাচ্ছে।
যেভাবে রোম্যান্স, ভালবাসা দেখায় কল্পিত
তা সবার কাছে না কাঙ্ক্ষিত!
এভাবে জীবন-যাপন চমৎকার না
মনোহর দেখায় তবে বাড়ায় যাতনা!
কারণ বাস্তবে তা মিলে না
যতই দেখি স্বপ্ন, যতই ভাবনা।
ও সমাজ, দেশ সহজ কর বৈধ
ধ্বংস হচ্ছে সব, মিশছে অবৈধ!
স্যাঁতসেঁতে করোনা চিত্ত, যা হচ্ছে
দুঃখ, যন্ত্রণা মনে মনে বাড়ছে।
কাকে দিচ্ছো অপবাদ যে সংযত
জানো? তা কতই না ক্ষত!
বিরত থাকার জন্য করছো কটু্ক্তি
বলছো নেই তার কামনা শক্তি!
লজ্জা দেখেছি বিকিনি পড়া রমণীর
লজ্জা দেখেনি অজ্ঞের, নগ্ন কামিনীর!

দলিপাড়া, তুরাগ, ঢাকা।
২১.০৪.২০২৪




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.