নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
অঙ্কুরোদগম
সাইফুল ইসলাম সাঈফ
সেই কবেই হয়েছে অঙ্কুরোদগম
ধীরে ধীরে বেড়ে উঠছে অযত্নে
এখন হয়েছে এক বড় বৃক্ষ
পরিপক্ক! তবুও সে ফুল দেয়নি
ফল আসবে কোথা থেকে?
তাই তার খেয়াল রাখে না কেউ
অবহেলায়, অনাদরে যাচ্ছে দিন
জুটে যায় আহার নিত্যদিন
বেঁচে থাকার জন্য যতটুকু দরকার
তাকে কেউ চায় না আর!
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
৩০.০৫.২০২৫
২| ৩১ শে মে, ২০২৪ বিকাল ৫:১৭
শায়মা বলেছেন: দুঃখময় কবিতা ভাইয়া।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০২৪ বিকাল ৩:৩৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুপ্ত প্রতিবাদ ঝরে পড়েছে কবিতায়। সুন্দর লেখা।