নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

আমারও ইচ্ছে হয়

০৬ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৪৯

আমারও ইচ্ছে হয়
সাইফুল ইসলাম সাঈফ

তোমার ইচ্ছের সাথে আমারও ইচ্ছে হয়। শহরে ঠাস বুনোটের ভিড়ে অধিকাংশ মানুষের মনে শূন্যতা। আমি অনুভব করতে পারি। রাতের নিস্তব্ধ শহর, অন্ধকার, চারদিকে বাতিগুলো জ্বলজ্বল করে সত্যি খুবই সুন্দর! হারিয়ে যাই নানা ভাবনায়। প্রশান্তি পায় মন, ভুলে যাই দুঃখ, কষ্ট! গাড়িগুলো যখন শাঁ শাঁ করে চলে তখন জানালা দিয়ে আসা হাওয়া এত চমৎকার লাগে।

সারি সারি বহুতল ভবনের যতটুকু ফাঁকা জায়গা তা দিয়ে মাঝে মাঝে মৃদুমন্দ বাতাসে শিহরিত হই ভালো লাগে। আমি যেখানে থাকি এখান থেকে একসময় দিগন্ত দেখা যেতো। খোলা মাঠ ছিলো, ঘুড়ি উড়াতাম আরো প্রায় সবরকম খেলা খেলতাম। এখন আকাশ দেখতে হলে উপরে তাকিয়ে দেখতে হয় কিন্তু বিশালতা দেখা যায় না। এই এলাকায় কেবল চড়ুই পাখির কিচিরমিচির শোনা যায় তাও ভালো লাগে। আগে কাক এর ডাক শোনা যেতো এখন আর শোনা যায় না।

অপ্রাপ্তির এই আমি কখনও কিছুই আশা করিনি তবে চেষ্টা করেছি, সফল আর হইনি। আগে কখনো ইচ্ছেও করিনি। সুযোগ এসেছে কাজে লাগেতে পারিনি। সবসময় শূন্যতা অনুভব হতো মনমরা হয়ে থাকতাম। পিছুটান হতো মায়ের জন্য আর কারো জন্য না। স্থীর হতে পারিনি কোনো কাজে। আমার এখন ইচ্ছে হয় সংসার করি আর তোমার সাথে পথ চলি হাতে হাত ধরে।

উত্তরা, ঢাকা।
০৫.০৭.২০২৪

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনার মনের কথা এগুলো? ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে লেখা? ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.