নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
জয় মেধার
সাইফুল ইসলাম সাঈফ
কত চেষ্টা করেছি মেধাবী হবো
দেশ ও সকলের উন্নতি করবো।
কিন্তু আমি মেধাবী নই অমেধাবী
চালাতে পারবো না দেশ-পৃথিবী।
যারা জানে, যারা জানে না
জ্ঞানে, গুণে এক হয় না।
মেধা আল্লাহর বিস্ময়কর এক উপহার
তারাই হবে নেতা শ্রেষ্ঠ বারবার।
ওরা সবার সামনে হত্যা করলো
কে হারলা আর কে জিতলো?
আমরা ভিন্ন কেউ নই এদেশের
ধ্বংস হবে তুমি, হিংস্র বেশের!
আগের তো বলেছো ওমুকের দোষ
রক্ত ঝড়ালে কার? ভাবছো নির্দোষ?
সবাই জেনেছে, সবাই দেখেছে তান্ডব
বাড়ছে ঘরে ঘরে ঘৃণার বিক্ষোভ!
তুমি দেশের প্রধান রাজা নও
চিন্তা করে দ্যাখো হবে উধাও।
সীমাহীন শক্তি অধিকারী না তোমার
বিচার হয়েছে কত ভয়ংকর রাজার।
কমে যাচ্ছে পতাকার গাঢ় সবুজ
বাড়ছে লাল বৃত্ত, জাগো অবুঝ।
মেধার জয় হোক আসুক সুদিন
কোটা না, চাই আলোকিত দিন।
জয় মেধার আর জয় বাংলার
দুষ্ট পাবে না কখনও পার।
উত্তরা, ঢাকা।
১৮.০৭.২০২৪
©somewhere in net ltd.