নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
পতাকার বৃত্ত
সাইফুল ইসলাম সাঈফ
রক্ত ঝরে প্রসারিত পতাকার বৃত্ত
সবুজ হ্রাস পাচ্ছে মুহূর্তে অবিরত!
সেহেতু বদলেছে বাংলাদেশের পতাকার রূপ
তোমরা থেকো না চুপ, চুপ!
এখন থেকে বৃত্ত আঁকো বড়
প্রকাশে হত্যা করেছে তাদের ধর।
বিচার করো, ওদের বিচার করো
ওরা হিংস্র, বন্য, ওদের মারো।
একটা দাবি তো করেছে ভাই
মেধার মাধ্যমে পদ আমরা চাই।
এর জন্য গুলি করে হত্যা
আসলে ওরা খুনি, ওরা মিথ্যা।
আমার চোখে দেখেছি ভয়ংকর তান্ডব
ওরা বাড়িয়েছে মনে মনে ক্ষোভ।
কীভাবে মুছে ফেলবে হত্যার স্মৃতি?
ওরা নিজেরা করেছে নিজের ক্ষতি!
ওরা তো বিদেশী না স্বদেশী
আমরাও তাই, তাহলে কেন খুশী?
দেখো বঙ্গবন্ধু তোমার কন্যার তৃপ্তি
মানুষ মারা যার খুব কৃতি।
লজ্জা হয় আমার স্বাধীন দেশ
ঘৃণা লাগে দেখলে জঘন্য বেশ।
উত্তরা, ঢাকা।
৩১.০৭.২০২৪
২| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০২৪ রাত ১০:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর