![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
মায়ের দোলা
সাইফুল ইসলাম সাঈফ
প্রশংসা প্রভুর আমার স্বাধীন বাংলা
আমরা সৃষ্ট. আমরা মায়ের দোলা!
মুখ ফুটে বলে উঠি প্রথম ভাষা
বাংলাদেশ ,বাংলায় জীবনের উজ্জ্বল আশা!
প্রথম দেখা প্রথম আলোর প্রভা
দীপ্তিময় আকাশ বাংলা সুন্দর আভা
যুদ্ধ করে হয়েছি মুক্ত আমরা
আমরা আলোকিত জাতি, আমরা সেরা।
এসো এগিয়ে যাই ভালবেসে দেশকে
ঐক্য থাকলে কে আমাদের রুখে।
সবুজ প্রকৃতি, ঝিলে সাদা শাপলা
এ দেশে জন্ম, দেখি পহেলা।
এ দেশের প্রতিটি সন্তান রত্ন
ব্যথায়, যাতনায় হবে না ক্ষুন্ন!
আমার চিরউন্নত স্বপ্ন, উন্নত পথে
এসো হে বন্ধু আমাদের সাথে…
ভালবাসি বাংলাদেশ আর ভালবাসি মা
ভালবাসি জন্মভূমি তোমার নেই উপমা।
হয়েছি যখনই পরাধীন, লড়ে স্বাধীন
আমার দেশ হবে না বিলীন।
১১.০৯.২০২৪
উত্তরা, ঢাকা।
©somewhere in net ltd.