নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
মেঘ
সাইফুল ইসলাম সাঈফ
মেঘের পরে জ্বলজ্বল হাসে রোদ
হাওয়ায় দোলে তখন হৃদয় খোদ!
না চাইলেও হয় জীবনে ভুল
ঝিলে ফুটে সুরম্য কত ফুল!
সুখের কথা হারায় খুব সহজে
আসেও তা দুলে সবার মাঝে!
সারা বছর বাদল হলেও লাভ
এতে পাওয়া যায় হৃদ লাভ!
ত্রুটি কারণে যদি দাও মাশুল
অনুতপ্ত হলে পাওয়া যায় উসুল।
প্রতিশ্রুতি দিবে আমার খালি হাত
কঠিন যন্ত্রণায় যায় দিন-রাত।
বিয়ের আগে প্রেম ইচ্ছে নেই
প্রস্তাব করছি, সাড়া দাও তাই।
তুমি নেই বিধায় সুখ নেই
তুমি নেই বলে উদাসীন রই।
তুমি নেই বলে ভগ্নপ্রায় হৃদয়
তুমি নেই বলে হচ্ছে ক্ষয়!
যে ভাষায় বলছি বুঝে নাও
আর আমার মনে নাড়া দাও।
৩০.০৮.২০২৪
উত্তরা, ঢাকা।
©somewhere in net ltd.