নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

শাখা-প্রশাখা

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৩

শাখা-প্রশাখা
সাইফুল ইসলাম সাঈফ

কত যে শাখা-প্রশাখা ছেড়েছি
উজ্জ্বল, উন্নত বেড়ে ওঠার জন্য।
চেষ্টা গুলো হয়েছে কেবল ব্যর্থ
সেজন্য পচিরিত জন দেয় ব্যথা।
কত যে গতিপথে নিত্য বাধা
বুঝে ওঠা কষ্টকর ইঙ্গিত, ধাঁধা
এই দেশে এতো এতো উপদেষ্টা
দেয় না পানি পেলেও তেষ্টা।
সত্য লুকিয়ে মিথ্যের কত ব্যবহার
মৌলিক চাহিদা মেটাতে জীবন পার।
ঠাট্টা-বিদ্রুপ কত যে অবহেলা
অসহায়ের যায় দিন, কঠিন বেলা।
জ্ঞান অর্জন করে না, জ্ঞানী
ক্ষতিগ্রস্ত, ভাবনা নিজে খুব গুণী।
মনে হয় সারাদেশ শ্রেষ্ঠ বিদ্যালয়
শিক্ষার্থী হতে চায় না, অবক্ষয়।
হতে চায় কেবল সবাই বিত্তশালী
হতে চায় না তারা সোনালী।

উত্তরা, ঢাকা।
২৩.০৯.২০২৪







মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সত্যের জয় হোক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.