নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

উন্নত নিখুঁত

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৪

উন্নত নিখুঁত
সাইফুল ইসলাম সাঈফ

সুখ মনের প্রশান্তি, ভালো লাগে
ফুল সুবাস ছড়ায় চমৎকার বাগে।
সুখকর কর মূহুর্ত প্রভু জগতে
অনুভব করি যেনো, যেমন জান্নাতে।
সহজ সরল পথ উন্নত নিখুঁত
সত্য অভিলাষ তবুও হয় খুঁত।
সব কিছু জানা সম্ভব না
ইচ্ছে থাকা সত্ত্বেও হয় না।
চিত্তে, প্রকাশ্যে, গোপনে যা ঘটে
কত ঘটনা যত কান্ড তটে
সব তুমি জানো, আমি জানি
তৃষ্ণা পেলে মধুর লাগে পানি।
তপ্ত মরুর মতো রয়েছে মন
যুগল হবো বলো আমি কখন?
অনেক সময় সোনালী চলে গেলো
কবে পাবে আমার হৃদয় আলো।
যিনা খুব খারাপ তা হচ্ছে
এই সমাজ আমায় ধাবিত করছে।
আল্লাহ সংযত থাকা কঠিন অসহ্য
আমি সবসময় জ্বলিত যেমন দাহ্য।
দাও না আনন্দ, আনন্দিত করো
প্রশংসা করি তোমার রহম করো।

উত্তরা, ঢাকা।
২৫.০৯.২০২৪



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা, সত্যের পথে থাকলে আল্লাহ দুহাত ভরে দেন তাঁর নিয়ামত

সুন্দর হয়েছে।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.