নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

সূর্য উদিত

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫৮

সূর্য উদিত
সাইফুল ইসলাম সাঈফ

সেই কখন হয়েছে সূর্য উদিত
আমি এখনো ঘুমন্ত আর অনুন্নত।
প্রতিদিন ভোর হয় অদেখা প্রভাত
হিমশিম খাচ্ছি জোগাড় করতে ভাত।
আমরা এতো এতো শিক্ষা বিমুখ
তাই অজানা রয়েছে জীবনের সুখ।
সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সবার পড়া উচিত
পড়লে পাওয়া যাবে জগতে জিৎ।
প্রতিদিন সূর্য উদয় তবুও অন্ধকার
জ্ঞান অর্জন প্রতিটি মানুষের দরকার।
পিতার নেই, সমাজের নেই, নেই-
রাষ্ট্রের; তাই আমার নেই, নেই!
যারা জানতে পারিনি পৃথিবীর রহস্য
যারা বুঝতে পারিনি দুঃখ-হাস্য!
আমার ইচ্ছে, স্বপ্ন আছে সুন্দর
অপূরণ; বলুন, কেমন তোমার অন্দর?
বর্তমান দেশে উচ্চ, নিচু ব্যবধান
এপর্যন্ত আরামে আছে নেতা, প্রধান।
শিক্ষা সহজলভ্য করতে হবে প্রথমে
মানুষ চলবে দ্রুতগতিতে আর উদ্যমে।
আলোকিত হোক আমার দেশ, ধরণী
জ্বলজ্বল হোক রোদের মতো রমণী।

উত্তরা, ঢাকা।
২৭.০৯.২০২৪






মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.