নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

রঙিন সৌন্দর্যে

০১ লা অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২১

রঙিন সৌন্দর্যে
সাইফুল ইসলাম সাঈফ

সৌন্দর্যে মুগ্ধ প্রায় সবাই হয়। প্রতিটি ফুলের সৌন্দর্য অতিশয় মনোহর। প্রতিটি ফুল রঙিন। কোনো ফুল কটু গন্ধ আর কোনো ফুল সুগন্ধ ছড়ায়। ফুলে বিদ্যমান পরাগ রেণু। এই পরাগ রেণু পরাগায়ন না হলে সুখ আসে না বা বীজ উৎপাদন হয় না। আমরা মানুষ, এই মানুষ একা পরিপূর্ণ কখনো না! সূর্যের সোনালী আলো রঙিন আভা তখন ক্ষীণ বা মলিন অথবা জীবন নিবুনিবু মনে হয়। তখন চারদিকে রঙিন সৌন্দর্য ধূসর বর্ণ দেখতে লাগে।

বাহ্যিক রূপ সুন্দর না হতে পারে
কিন্তু ভিতরে রূপ সুন্দর হলে
হাসি-খুশি জীবন চলে…

সৌন্দর্য দেখে আমিও ভীষণ মুগ্ধ হই। চিত্তের সৌন্দর্যে মাঝে পরাজিত হই। সৌন্দর্যেও ত্রুটি থাকতে পারে। দেখতেও পাওয়া যায় সচারচর। সৌন্দর্যের পিছু ছুটলে জীবন যৌবন হারায় না। সৌন্দর্যের পিছু ছুটতে হয়, কখনো না অসৌন্দর্যের পিছু। সৌন্দর্য হতে হয় হৃদয়ে। খুঁটে খুঁটে দেখলে সবার মাঝে মন্দ খুঁজে পাওয়া সম্ভব। সমুদ্র কত সুন্দর তার সৌন্দর্যে সবাই আশ্চর্য! তার থেকে সম্পদ আহরণ করে মানুষ কত উপকৃত হয়। কিন্তু কখনো কখনো সে ভয়ংকর রূপ ধারণ করে। লুকানো কুৎসিত রূপ শেষ করে দেয় আশা-ভরসা।

আমিও রঙিন সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কল্পনায় করে হারালাম সব। তবুও বলবো সৌন্দর্য সবসময় সুন্দর। বাহ্যিক-ভিতর দুটোই। যার সৌন্দর্য নেই সেও সৌন্দর্যে বিমোহিত হয়। সৌন্দর্যের মধ্যেও লুকায়িত থাকতে পারে অসুন্দর যা ক্ষতির কারণ।


উত্তরা, ঢাকা।
০১.১০.২০২৪



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি দা

২| ০১ লা অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৩

আজব লিংকন বলেছেন: আমার চোখ গেল, ধরেছে সুন্দর। আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ।

৩| ০১ লা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কথামালা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.