নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

সুরম্য গুল

০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৮

সুরম্য গুল
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দেখতে নাকি সুরম্য গুল
তোমার সঙ্গ পেতে হৃদয় ব্যাকুল।
ললনা তুমি সাড়া দাও না!
তোমায় ভেবে তৈরি করেছি আল্পনা।
তোমার সৌন্দর্য দেখতে মন চায়
যা দেখলে হবে পূণ্য প্রভায়।
চিত্ত আমার শীতল হলো না
তুমি বিহীন যাতনা আর যন্ত্রণা!
আগুন জ্বলানো এই হৃদয় তপ্ত
ভুলের জন্য স্বীয় খুব অনুতপ্ত।
পরিপূর্ণ সময় অনিশ্চিত পথে বিরহে
ভেসে যায়নি নগ্ন প্রেমের প্রবাহে।
মরুর বুকে বৃষ্টির খুব প্রয়োজন
তুমি হয়ে যাও একেবারে আপন।
কত দীর্ঘ প্রতীক্ষা তোমার জন্য
তুমি নেই বিধায় কেমন বন্য।
খুঁজছি তোমায় কত রূপে হন্য
সেজন্য তোমার জন্য আমি অনন্য।
তুমি নেই তাই খুব দরিদ্র
হয়ে যাচ্ছি দিনদিন অতি অভদ্র।
তুমি এসে করে দাও উৎফুল্ল
তুমি এসে করে দাও প্রফুল্লা!
তুমি অনুপ্রেরণা দিলে হবো উন্নত
জ্বলমলে নীলের মতো হবো আনন্দিত!
তোমার চরিত গুণ আমার কাঙ্খিত
তুমি চাইলে হবো উচ্ছ্বসিত, উজ্জীবিত!

উত্তরা, ঢাকা।
০২.০৯.২০২৪

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৮

আলমগীর সরকার লিটন বলেছেন: অন্যরকম স্বাদ কবি দা

২| ০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৯

এম ডি মুসা বলেছেন: ♥️

৩| ০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৯

ছোট কাগজ কথিকা বলেছেন: কবিতাটি আবেগময় ভালোবাসা এবং গভীর আকাঙ্ক্ষার প্রকাশ। কবি প্রিয়জনের অনুপস্থিতিতে হৃদয়ের যন্ত্রণাকে ফুটিয়ে তুলেছেন, সেই সাথে তার উপস্থিতি কিভাবে জীবনে আনন্দ, শান্তি ও প্রফুল্লতা আনবে, তা বর্ণনা করেছেন। ভাষার সুষম প্রয়োগে প্রেমিক হৃদয়ের অপেক্ষা ও ব্যাকুলতা সুন্দরভাবে ধরা পড়েছে।

৪| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪১

জুল ভার্ন বলেছেন: ছন্দ কবিতা হারিয়ে গিয়েছে কিম্বা যাচ্চগে। তবু্ও আপনার এই প্রয়াস উৎসাহব্যঞ্জক।ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.