নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ঘরের রাণী
সাইফুল ইসলাম সাঈফ
আমার চাই সুন্দর ঘরের রাণী
রোমান্স করব তার সাথে কল্যানী।
দেব ভালবাসা আর উপযুক্ত সম্মানী
হবে কী আমার সুখের খনি?
মনের আশা পূর্ণ হয় সকালে
ডুবে যায় আবার সন্ধ্যা হলে।
স্বল্প আয়, জুটবে ডাল ভাত
জেগে উঠব রোজ হলে প্রভাত।
কত কিছুতে হয়েছে আমার বিজয়
কত কিছুতে হয়েছে আমার অজয়।
তুমি হয়ে যাও উত্তম প্রিয়সী
তুমি প্রেরণা আমার আর উর্বশী!
সুখের রেশ থাকে খুব অল্প
দুখের কথার হয় সৃষ্ট গল্প।
প্রশংসা করি তোমার যত গুণের
তুমি শ্রেষ্ঠ হও আর পূণ্যের।
এখনো হয়ত আছে অনেক সময়
করে দিতে পারো তুমি মধুময়।
তোমার পরশে হতে পারি উজ্জীবিত
তোমার প্রেমে মগ্ন হলেই আনন্দিত।
উত্তরা, ঢাকা।
০৯.১১.২০২৪
০৯ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৩
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ
২| ০৯ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২২
জুল ভার্ন বলেছেন: সুন্দর প্রত্যাশা।
১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৫
এম ডি মুসা বলেছেন: দারুন মনোবৃত্তি