নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
কতবার পরিবর্তন
সাইফুল ইসলাম সাঈফ
এই মুজিব একসময় পাকিস্তানি ছিল
এই দেশও একসময় পাকিস্তান ছিল।
ক্ষমতা পেয়ে তারা জালিম হয়
ক্ষমতা পেয়ে ওরা দেখায় ভয়।
ক্ষমতা পেয়ে ভুলে যায় পরিচয়
ক্ষমতা পেয়ে নেতার হয় অবক্ষয়।
ক্ষমতা পেয়ে ধবংস লীলা চালায়
ক্ষমতা হারালে দেশ ছেড়ে পালায়।
কতবার পরিবর্তন হয়েছে ভূমির নাম
অধিক প্রধানের রয়েছে শুধু বদনাম।
গরিবের কষ্ট বিদ্যমান সারা দেশে
লুটপাট করে পালিয়েছে নগ্ন বেশে।
সবাই দেখেছে ওরা হত্যাকারী প্রকাশ্যে
মারা যাওয়ার দৃশ্যগুলো চোখে ভাসে।
ছাড় পাবি না, গর্জে ওঠার
লজ্জা হয় না, ছাফাই গাওয়ার।
উত্তরা, ঢাকা।
১১।১১।২০২৪
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৫০
জুল ভার্ন বলেছেন: না ওদের লজ্জা বলে কিছু নাই।