নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ঐক্য-অনৈক্য
সাইফুল ইসলাম সাঈফ
ঐক্য ছিল তারা আবার অনৈক্য
দলে দলে হলো আবার পার্থক্য।
একটি নতুন দেশের নাম পাকিস্তান
কিন্তু ভূখন্ড দুইটি অনেক ব্যবধান।
একটির নাম হলো পশ্চিম পাকিস্তান
আরেকটির নাম হলো পূর্ব পাকিস্তান।
কিছু কিছু ক্ষেত্রে ছিল মিল
তবুও ভাষার কারণে হলে অমিল।
শুরু হলো দ্বন্ধ, জনগন ক্ষুব্ধ
শুরু হলো আন্দলন, শুরু যুদ্ধ।
সৃষ্টি হলো নতুন দেশ বাংলাদেশ
স্বাধীন, মানুষ রইলো না বেশ।
এখনো হয়নি মানুষের মন উন্নত
বিবেদ আছে, আছে দেহে ক্ষত।
নিজ দেশের মানুষকে হত্যা করে
পালিয়ে গেলো ধ্বংস আর মেরে।
দেশে আছে অভাব, ধনীও আছে
সন্তান হারা মা নিরবে কাঁদছে!
কবে হবো আমরা চির উন্নত
কবে হবো আমরা আলোয় আলোকিত।
কতবার নিজেরা মতে বিভক্ত হবো
কতবার আমরা নিজেরাই শত্রু হবো।
উত্তরা, ঢাকা।
১২.১১.২০২৪
১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৫
সাইফুলসাইফসাই বলেছেন: প্রথম দুই লাইনে এটা বুঝাতে চেয়েছি-
ঐক্য ছিল তারা আবার অনৈক্য
দলে দলে হলো আবার পার্থক্য।
কারণ পাকিস্তান আমলের আগেও ঐক্য ছিল । আবার হয়ে যায় অনৈক্য
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:২৭
মেঘনা বলেছেন: বাংলাদেশের ইতিহাস পাকিস্তান আমল থেকে নয়, আরো অনেক আগের থেকে।