নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

অনুরক্ত

২৩ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩০

অনুরক্ত
সাইফুল ইসলাম সাঈফ

এড়িয়ে গেলে লাগে যে ব্যথা
যন্ত্রণা; না বলিলে হৃদয় কথা।
চুপ থেকো না ওগো আপন
তোমায় নিয়ে দেখি যে স্বপন।
তুমি যখন জিজ্ঞেস করলে আমায়
জবাব দিলাম আনমনে দেখছি তোমায়।
উৎফুল্ল হয়ে উঠলাম নিরবে তখন
বলতে পারিনি তুমি আছো কেমন?
তোমায় নিয়ে চিন্তামগ্ন থাকি মুহূর্ত
তোমার সাথে আড্ডা হলেই আনন্দিত।
খুশি খুশি লাগে সারাদিন সারারাত
উদয় হয় চমৎকার একটি প্রভাত।
ভার্চুয়াল জগত থেকে হলো সাক্ষাৎ
মুখোমুখি হলো কথোপকথন, জবাব তৎক্ষণাৎ।
ভালো গেছে সে সময় আমার
ইচ্ছে দেখা হোক প্রতিদিন বারবার।
যতটুকু তফাত, ভুলে হও আমার
এসো সানন্দে হই একসাথে বেশুমার।
এদিক সেদিক ভেবো না আর
হয়ে যাও বলছি প্রেয়সী আমার।
খালি পড়ে আছে চিত্ত, মনমরা
সজীব করে দাও এসে আত্মহারা।
বলছি আমি তোমায় দেখেই প্রথম
লজ্জা লাগে আমার হলেই উদম।
উপেক্ষা করে চলছি বিধায় মুক্ত
তাই হইনি কারো প্রতি অনুরক্ত।
ডুবে থাকতাম খুব কল্প জগতে
ক্ষতি হয়ে গেছে তাও তাতে।
তোমায় ভীষণ প্রয়োজন বাঁচার জন্য
তুমি এলে হবো উন্নত অনন্য।

উত্তরা, ঢাকা।
২৩.১১.২০২৪

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: সুন্দর লিখেছেন।

২৩ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৩

সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই

২| ২৩ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৯

এসো চিন্তা করি বলেছেন: ভাই আমি নতুন সাপোর্ট করবেন আমাকে

২৩ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৩

সাইফুলসাইফসাই বলেছেন: ওকে

৩| ২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

আজব লিংকন বলেছেন: লাজ্জা লাগে আমার হলেই উদম
লজ্জা হবে মনে হচ্ছে। সুন্দর লিখেছেন।

২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই বানান সঠিক করে দেওয়ার জন্য

৪| ২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮

মায়াস্পর্শ বলেছেন: আপনার সুন্দর সুন্দর অভিব্যক্তিগুলো ছন্দের মাধ্যমে তুলে ধরেন বেশ করে।
ভালো লাগে।

২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৩

সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৫| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:০০

জিনাত নাজিয়া বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৪

সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.