নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ইচ্ছের হয় পূরণ
সাইফুল ইসলাম সাঈফ
প্রতিদিন কত ইচ্ছের হয় পূরণ
খেয়াল করি না, ভাবি অপূরণ।
নিত্যদিন কত বিষয়ে হই সফল
সব বিষয়ে আসে না ফলাফল।
তবুও আমরা করি মন খারাপ
জিতে কেউ দেখাই প্রচন্ড প্রতাপ।
কতকিছু নজরে আসে না রোজ
আমরা রাখি না বহুকিছুর খোঁজ।
বিজয়ী আমরা হই, যাই হেরে
এভাবে চলছে জীবন ক্রমাগত ধরে।
সকল ঘটনায় সুখ পাওয়া অসম্ভব
মুহূর্তের চিত্রগুলো রেকর্ড রাখে রব।
সুখ আমরা পাই, যাই ভুলে
সব ফুলগুলো রূপান্তরিত হয়না ফলে।
হাসি কারণ আছে অহরহ ঘটে
মিলেমিশে থাকলে আনন্দ আসে তটে।
একটু ভেবে দেখো এদিক সেদিক
স্বপ্ন পূরণ, সঠিক পথের দিক।
প্রতিমুহূর্ত কী আর আনন্দিত করে
বিষাদে আমরা যাই ভেঙে তারপরে…
সুখে থাকার ইচ্ছে, সবার কাম্য
থাকতে হবে তাহলে খুব অদম্য।
উত্তরা, ঢাকা।
২৪.১১.২০২৪
©somewhere in net ltd.