নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

কী প্রতিক্রিয়া

২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫০

কী প্রতিক্রিয়া
সাইফুল ইসলাম সাঈফ

কী বিশ্রী, কুশ্রী কী প্রতিক্রিয়া
না থাকলে, না ছুঁলে প্রিয়া।
নগ্ন দেহ আসে কেবল কল্পনায়
স্পর্শের জন্য কাতর, কতরকম চিন্তায়।
সবসময় থাকে বিশাল উত্তাল ঢেউ
ঝড়ের কবলে পড়ে ধ্বংস কেউ।
কাছের মানুষ অজানায় রইলো আমার
দিন শেষে রাত আসে আবার।
প্রেয়সী বিহীন পূর্ণ না পুরুষ
ক্ষতিগ্রস্ত, হারায় সুসময়, হয় বেহুশ।
সময় হলে পাবো ভেবেছি নিজে
প্রতিমুহূর্ত থাকি মনের মানুষের খোঁজে।
বয়স বেড়ে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে
জড়ায়নি, আসেনি পাশে কোনো শর্তে।
বিস্ময় লাগে, আশ্চর্য লাগে, কঠিন
ভেবে ভেবে গেলো সোনালি দিন।
না চাইলে নাকি মিলে না
তোমায় চাই, কাছে আসো না!
তোমার সাজ আমার পছন্দ হয়
তোমার গুণে আমার কাঙ্খিত বিজয়।
তুমি এলে হবো দারিদ্র মুক্ত
তুমি আমার কাছে দামী দীপ্ত।
তুমি ব্যতীত সবকিছু আনন্দ বিহীন
তুমি না এলে হবো বিলীন।
তুমি ছাড়া রয়ে গেলাম আনাড়ি
এসো না পাশে পছন্দের কুমারী।

উত্তরা, ঢাকা।
২৫.১১.২০২৪


মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৮

ডাম্বলজাম বলেছেন: দেখা যায় যে এই বিষয়ে তথ্যের একটি বড় উৎস রয়েছে [url=https://fnaf1.io/]fnaf 1[/url]

২| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:১২

সৈয়দ কুতুব বলেছেন: ভালো হয়েছে।

২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩২

সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বিয়ের কী খবর? দাওয়াত দিয়েন। আর অপেক্ষার দরকার নাই

২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৩

সাইফুলসাইফসাই বলেছেন: হা-হা-হা কোনো খবর নাই অনিশ্চিত

৪| ২৫ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
বয়স বেড়ে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে
জড়ায়নি, আসেনি পাশে কোনো শর্তে

- তাইতো!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.