নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
দুর্বলতা
সাইফুল ইসলাম সাঈফ
দুর্বলতা প্রায় সবার আছে জীবনে
অবহেলা, অসম্মানের জন্য যায় পিছনে।
কত আগেই বট বৃক্ষ হতাম
কত আগেই অর্জিত হত দাম।
ছুটতে ছুটতে হয়ে যাই নিরাশ
ছুটতে ছুটতে হয়ে যাই হতাশ।
সর্বজ্ঞানীর বাণী হবে না আশাহত
ছুটতে হবে সামনের দিকে উজ্জীবিত।
এভেবে প্রাণবন্ত হই আবার ছুটি
রোজগার করে আনতে হবে রুটি।
মৃত্যু না হওয়া পর্যন্ত ছুটবে
একদিন নিশ্চয় সুখের দেখা পাবে।
চাইতে হবে কল্যাণ এই জগতে
চাইতে হবে কল্যাণ পর জগতে।
তুমি হবে দীপ্তিময় খুব উদ্যমী
তোমাকে জয় করতে হবে সাগরের উর্মী।
চির চূড়ান্ত আছে গ্রন্থ আলোকিত
তা পড়লে হবে তুমি অনুপ্রাণিত।
খেয়াল করে দেখো কতকিছু পূরণ
তাকেও খাওয়ায় না করলেও স্মরণ।
সবার আছে প্রাপ্তি পায়ও তৃপ্তি
সুনিশ্চিত তার এত এত প্রীতি।
কত মন্দ কাজ করি প্রতিদিন
সাজা যদি হতো, হতাম বিলীন।
উত্তরা, ঢাকা।
২৫.১১.২০২৪
২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ
২| ২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৫
এসো চিন্তা করি বলেছেন: খুব সুন্দর ই কবিতা ভাইয়া ☺️❤️
২৬ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৮
জুল ভার্ন বলেছেন: কবিতা ভালো হয়েছে।