নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

অনিশ্চিত

২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫১

অনিশ্চিত
সাইফুল ইসলাম সাঈফ

সে আয়োজন করেছে একটি অনুষ্ঠান
তাই সে করেছে আমায় আমন্ত্রণ।
যেতে পারবো কী না অনিশ্চিত
অবশেষে সফল হয়েছে যাওয়া নিশ্চিত।
ভোরে উঠে প্রস্তুত যাওয়ার জন্য
রাতে ঘুম হয়নি একটুও সেজন্য।
ঠিকঠাক মতো পৌছে গেলাম ঠিকানায়
অস্থির কতকিছু আসে চিন্তায় ভাবনায়।
বসে আছি হঠাৎ সে এলো
মনে হলো আমার কাছে প্রথমআলো।
কিছুক্ষণ পর সে জিজ্ঞেস করলো
কেমন আছি আমি, চমৎকার লাগলো।
মনে মনে দোলা দিয়ে প্রফুল্ল
ভীষণ খুশি মুহূর্ত তখন উৎফুল্ল।
সারাক্ষণ তাকে রেখেছি নজরে নজরে
যদি কাছে পেতাম অনুরাগে তারে।
সুন্দর ভাবে গেলো কাঙ্খিত দিন
খেয়ালে খেয়ালে থাকে রাত-দিন।
তুমি কি হবে আমার প্রেয়সী
তোমায় দিবো সুখ রাশি রাশি।
আনন্দে চলে গেলো সেই দিন
স্মৃতি হয়ে আজীবন খুশি অমলিন।

উত্তরা, ঢাকা।
২৮.১১.২০২৪


মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রেম কাব্য ভালো লাগলো

২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৫

সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ বোন

২| ২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১১

এসো চিন্তা করি বলেছেন: সুন্দর লিখেছেন ভাই ❤️

২৮ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০১

সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ

৩| ২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

রাজীব নুর বলেছেন: প্যানপ্যানি টাইপ কবিতা আর কত লিখবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.