নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

সওয়াবের আশায়

৩০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৬

সওয়াবের আশায়
সাইফুল ইসলাম সাঈফ

একদিন দিন মা, সওয়াবের আশায়
একটি কুরআন শরীফ দিয়ে আমায়
পাঠালো দিতে মাদরাসায়
আমিও দিয়ে আসি, মগ্ন হই হতাশায়।
এই দেশে জন্ম আমার
কেউ দিলো না শ্রেষ্ঠ গ্রন্থ উপহার।
আমার মা, ভাই-বোনও দিলো না
বাবা মৃত, সে কেমন হতো জানি না।
এখনো আরবি পড়তে পারি না
আল্লাহর বাণী প্রায় রইলো অজানা।
বহু চেষ্টা করেও আমি অজ্ঞ
প্রবল ইচ্ছে হতে বিজ্ঞ।
কিন্ত তা হতে চেয়েও বড় ভুল
কারণ আমার নাই বিত্তের মূল।
কী হবে এ সব বই পড়ে
সংগ্রহে থাকা সব দিলাম বিক্রয় করে।
মনের খোরাক অবশিষ্ট নাই
তাই আমি বিষাদে ডুবে যাই।
পুরস্কারের আশায় কুরআন পড়তে হয়
জানে না মা, কিন্তু হৃদয়ে ভয়!

উত্তরা, ঢাকা।
৩০.১১.২০২৪


মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৭

এসো চিন্তা করি বলেছেন: সুন্দর লিখেছেন ভাই ❤️

৩০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪০

সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই

২| ৩০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩১

সৈয়দ কুতুব বলেছেন: কলম চলুক অবিরাম!

৩০ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪২

সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

রাজীব নুর বলেছেন: সওয়াব দিয়ে কি হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.