| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
উৎসুক
সাইফুল ইসলাম সাঈফ
লাল ফুলে তোমায় দেখতে পাই
হলুদ ফুলে তোমায় দেখতে পাই
নীল ফুলে তোমায় দেখতে পাই
বেগুনি ফুলে তোমায় দেখতে পাই
প্রতিটি ফুল তোমার রূপের মত
সাদা ফুলগুলো সুবাস ছড়ায় যত।
ঘ্রাণে আমি বিমোহিত হয়ে যাই
তোমার ছোঁয়া পেতে উদগ্রীব তাই।
তুমি উৎসুক হলে প্রাণবন্ত হই
ভালোবাসা ছাড়া বিষাদময় দিনে রই।
আমি আসতে চাই তোমার কাছে
কারণ তুমি ব্যতীত সব মিছে।
তরঙ্গ থাকে না, বিহীন ছন্দ
তোমার সাড়াতে মিলে মনে আনন্দ।
যন্ত্রণা এত কারণ নেই অনুরাগ
সেরা ফুল তুমি, তুমি গুলবাগ।
তুমি আমার সুখের দোলা ফুল
তোমায় পেতে হয়েছি নিজে ব্যাকুল।
নিঃসঙ্গে থাকে না, হাসি-খুশি
এসো জুটি হই, বলো ভালোবাসি।
তছনছ হয়ে গেছে তুমি ছাড়া
দাও না! দাও তুমি সাড়া।
উত্তরা, ঢাকা।
০২.১২.২০২৪
২|
০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
গর্দভদের কথা শুনতে নেই
২০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৩
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ বোন
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: এইসব সস্তা কবিতা বাদ দিয়ে প্রবন্ধ লিখুন।