নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
বরশি
সাইফুল ইসলাম সাঈফ
টোপ গেঁথে মাছ ধরার জন্য
ঝিলে গিয়েছি বরশি নিয়ে সেজন্য।
সকাল সকাল বরশি পেতে বসে
দোলা লাগছিল খুব স্নিগ্ধ বাতাসে।
অপেক্ষায় আছি কখন ধরবে মাছ
কোনোভাবে বুঝি না, মাছের আঁচ।
প্রতীক্ষা করতে করতে ভীষণ ক্লান্ত
সূর্যের তাপে হবে জীবন অন্ত।
ছটফট করতে থাকি, খুব তৃষ্ণা
চলে এলো মনে খুব বিতৃষ্ণা।
উঠে দাঁড়ালাম হচ্ছে খুব যন্ত্রণা
একা ছিলাম, দেয়নি কেউ সান্ত্বনা।
পানির জন্য এত এত কাতর
বেড়ে গেলো বুখে প্রচন্ড ধড়ফড়।
সহ্য করতে না পেরে গুটিয়ে
ছুটলাম বাড়ির উদ্দেশ্যে, পড়লাম লুটিয়ে
হঠাৎ সেখানে ছিলো রহমতের ছায়া
কী শীতল, যেমন মায়ের মায়া।
শান্ত হলাম ফিরলাম নিজ ঘরে
শূন্য হাত সবাই গেলো সরে।
উত্তরা, ঢাকা।
২১.১২.২০২৪
২| ২১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৯
সাইফুলসাইফসাই বলেছেন: চেষ্টা তো করতে হবে ভালো কবিতা লেখার জন্য
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৪
রাজীব নুর বলেছেন: কবিতা লেখা মানেই সময়ের অপচয় করা। যে কবিতা মানুষের হৃদয় স্পর্শ করে না, সেটা কোনো কবিতাই না। আপনার কোনো কবিতা আজ পর্যন্ত হৃদয়গ্রাহী হয়নি।