নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

গুণকীর্তন

২৭ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪২

গুণকীর্তন
সাইফুল ইসলাম সাঈফ

প্রশংসা সবাই পছন্দর করে জগতে
উঠতে হয় ঘুম থেকে প্রভাতে।
আগাম আমরা কতকিছু ভেবে রাখি
সুগন্ধী জন্য আতর দেহে মাখি।
সাহস জোগালে পুরুষ পায় বিজয়
আনন্দে আপ্লুত, উজ্জ্বল স্বপ্ন উদয়।
রমণী না ছুঁয়েও হয় ধ্বংস
কী অদ্ভুত মানুষ জন্মের উৎস!
তলেতলে প্রায় সকলে অত্যান্ত বিশ্রী
খুঁজে পেতে চায় কাঙ্খিত সুশ্রী।
জুড়িয়ে যায় মনোমত কিছু হলে
খুশিতে আত্মহারা, ভালো লাগায় দুলে।
গুণকীর্তন করেছি, হলে না রাজি
সরে গেছি তাই, অন্যত্র খুুঁজি।
সময় মতো কর পূণ্যের কাজ
বিশেষ নারী যার আছে লাজ।
ইচ্ছে মতো চলতে পারি না
বাধায় মন্থর গতি, নেই প্রেরণা।
যথাযথ সময়ে হতে পারিনি জুটি
বিরহে যায় দিন, রহস্যময় তটি।
স্পর্শের জন্য আমার ভীষণ ব্যাকুলতা
কোনোভাবেই দূর হচ্ছে না বিষণ্ণতা।

উত্তরা, ঢাকা।
২৭.১২.২০২৪

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: বাস্তবধর্মী কবিতা লেখার জন্য ধন্যবাদ!

২| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:১২

সাইফুলসাইফসাই বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৩০ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৬

সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.