নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
নিভৃতে
সাইফুল ইসলাম সাঈফ
নিভৃতে কেঁদে কেটে গেলো দিন
এলো না, এলো না সুদিন।
উত্তম হওয়ার জন্য সর্বদা চেষ্টা
এটার জন্যই আমার এত তেষ্টা।
খুব কঠিন চরিত্র ঠিক রাখা
বিরত থেকে হৃদয় রইলো ফাঁকা।
কিসের জন্য সবসময় থাকি মনমরা
ডুবে থাকি স্বপ্নে, ভাবনায় সেরা।
চলে এসেছে প্রহর, আমার অবেলা
সময় যাচ্ছে বয়ে, সব হেলাফেলা।
কার জন্য নেই মনে সুখ
দূর করে দাও যত দুখ।
কেন আমার হয় না উন্নতি
বাঁচা দুরূহ ব্যতীত প্রেম-রতি।
জুড়ে দাও, খুশি করে দাও
দিনগুলো আর না যায় ফাও।
কত দেখবো আর বিভিন্ন রূপ
একজনের মাঝেই আনন্দ, কী অপরূপ!
জগতে জোড়া থাকলে হয় উৎফুল্ল
প্রেরণা পায়, সারাজীবন থাকে প্রফুল্ল!
উত্তরা, ঢাকা।
৩১.১২.২০২৪
৩১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৮
সাইফুলসাইফসাই বলেছেন: অনেক ধন্যবাদ
২| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৪
আমি সাজিদ বলেছেন: শুভ নববর্ষ।
৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫০
সাইফুলসাইফসাই বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা- শুভ নববর্ষ
৩| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: বেশ।
০২ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৬
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৬
জুল ভার্ন বলেছেন: শুভ কামনা ❤️