নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
হও রাজি
সাইফুল ইসলাম সাঈফ
এসো না, একসাথে করি উন্নতি
একে অন্যের প্রতি রাখি প্রীতি।
অতীত নিয়ে পড়ে থাকলে হবে?
মনের কথা বলে দাও তবে।
বলেছি তোমায় হৃদয় ভাবনার কথা
করো না, এই আকাঙ্ক্ষা বৃথা।
তুমি আমার কাঙ্ক্ষিত সুরম্য রমণী
আগে দেখা হলে, বাড়তো সম্মানী।
একা থেকে অহেতুক হলো পেরেশানি
সোনালি দিনগুলো হলো লোকসান এমনি।
চলতে পথে কত দৃশ্য দেখি
সব কি মনে থাকে, রাখি?
তোমার এখন জেরিন সময়ের ঊর্মি
তুমি আমার কাছে খুব দামি।
সবাই জানে না, দীপ্তি কী
তোমার আশায় আর ভাবনায় থাকি।
আগে বুঝে আসলে, কবেই হতাম
জুটি; কঠোর প্ররিশ্রম করে আনতাম
প্রেয়সীর জন্য ভাত, ডাল, রুটি
চাইতাম না কখনো অবসর, ছুটি।
করো না বিলম্ব আর তরুণী
হয়ে যাও আমার ঘরের রানী।
বয়স বেড়েছে তবুও আমি কুমার
স্বীয় হতে চাই একেবারে তোমার।
রাজি হয়ে যাও, হও রাজি
সত্যি বলছি আমি নই পাজি।
উত্তরা, ঢাকা।
০১.০২.২০২৫
০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০০
সাইফুলসাইফসাই বলেছেন: আল্লাহ চাইলে রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৯
রাজীব নুর বলেছেন: আগে আল্লাহকে রাজি করাতে হবে।