নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
বিশ্বাস
সাইফুল ইসলাম সাঈফ
যাকে বাবা বলি
যাকে মা বলি
দেখিনি তাদের মিলন
দেখিনি আমার জন্ম ক্ষণ।
আদরে যতনে উঠেছি বেড়ে
তারা যাইনি আমায় ছেড়ে।
এটাই সত্য প্রকৃত বিশ্বাস
মৃত্যু হলে শেষ নিঃশ্বাস!
একই বাবা-মা হতে জন্ম
বাড়ছে দিন দিন প্রজন্ম।
ওরা ভিন্ন বলে, কেমন কথা
অস্বীকার করে দেয় ব্যথা।
উত্তরা, ঢাকা।
০৩.০২.২০২৫
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৩
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ বোন
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৩
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ এখনকার পোলাপান এমনই