নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
উল্টাপাল্টা
সাইফুল ইসলাম সাঈফ
সব পুরুষ একই রকম স্বভাবের হয় না, মৌলিক কিছু বিষয় একই রকম হলেও ভিন্নতা বিদ্যমান। পুরুষ ছাড়া নারী পূর্ণ না আবার নারী ছাড়া পুরুষ পূর্ণ না। একে অন্যেকে ছাড়া ভারসাম্য রাখতে পারে না। আমরা ভবিষ্যতে কী ঘটবে কী পরিস্থিতিতে পড়তে হবে তা জানি না। কিন্তু পরিকল্পনা করে রাখতে পারি এই যা। যে ঘটনা ঘটবে তা কীভাবে মোকাবিলা করবে সেটা অজানা। যে রূপ ঢাকা, যে দেহ শালীন পোশাকে আবৃত তা নজরে পড়লেও প্রলুব্ধ করে না। কত স্বপ্ন দেখেছি কঠোর পরিশ্রম করে সঙ্গিনীকে সুখে ও হাসি-খুশি রাখব। কিন্তু তা আর হলো না। যে পুরুষ কঠোর পরিশ্রম করতে ব্যর্থ তার জীবন সবার জানা আছে, খুব খারাপ অবস্থা, যাকে মূল্যহীন বলে! জৈবিক চাহিদা নারী পুরুষ উভয়ের আছে, শখ দু’জনের মিটাতে হয়। হ্যাঁ এটা ঠিক, অনাকাঙি্ক্ষত ভাবে আমরা সবাই কম বেশি উল্টাপাল্টা কাজ করি। রাগ দেখাই যা নারী পুরুষ দু’জনের মধ্যে বিদ্যমান। কিন্তু এটা আমার কাঙ্ক্ষিত চাওয়া না। অনেক সময় মুখ ফসকে বের হয়ে যায় অনুচিত কথা। যা অন্যকে কষ্ট দেয়। ভুল প্রায় প্রতিটি মানুষের হয়। কেউ এত নিখুঁত হতে পারে না। আমি শ্রেষ্ঠ নারী ও পুরুষের জীবনী পড়েছি তাদের জীবন যাপন অধিক উন্নত। মুগ্ধ হয়ে যাই তাদের কথা জানলে। তাদের অনুসরণ করি বা হতে ইচ্ছে করে তাদের মতো কিন্তু পারা অসম্ভব, খুব কঠিন! স্বামী-স্ত্রী দুজনকে সহযোগিতামূলক ভাবে চলতে হয়। শখের পুরুষ হওয়ার জন্য অনেক পুরুষই চেষ্টা করে। ভুল-ত্রুটি দু’জুনকে মেনে নিতে হয় সুন্দর জীবনের প্রত্যাশার জন্য। আমার খুব ইচ্ছে আপন সঙ্গিনীর কাছে শখের পুরুষ হওয়ার। কিন্তু কতটুকু শখের পুরুষ হতে পারবো জানি না!
উত্তরা, ঢাকা।
০৪.০১.২০২৫
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫১
সাইফুলসাইফসাই বলেছেন: একজন ঢালাওভাবে বলেছে সব পুরুষকে নাকি নারীর প্রতি উল্টাপাল্টা করে। বাহিরের রাগ নিজ ঘরে এসে ঝাড়ে। চাকরানির মত হুকুমদারি করে। সব পুরুষ নাকি অন্য নারীর দিকে কুনজরে তাকায়। যে নারী পুরুষে রাগ টাক মেনে চলতে পারে সে হচ্ছে শখের নারী। কিন্তু পুরুষ শখের পুরুষ হতে চায় না!
এর উত্তর হিসেবে লেখার চেষ্টা
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৬
আলমগীর সরকার লিটন বলেছেন: শখের পুরুষ কঠিন ভাগ্যও লাগে বটে
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৪
সাইফুলসাইফসাই বলেছেন: হ্যাঁ ভাই শখের পুরুষ হওয়া খুবই কঠিন
ধন্যবাদ
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: পুরাই উল্টাপাল্টা
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৮
সাইফুলসাইফসাই বলেছেন: জ্বি ভাই পুরাই উল্টাপাল্পা
ধন্যবাদ আপনাকে
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই শখের শব্দটা আমার পছন্দ না। এটা ফেসবুকে ইদানিং বেশী দেখি। শখের পুরুষ শখের নারী এসব কীতা
বউকে ভালোবাসবেন। তার কথা শুনবেন। তাকে বুঝতে চেষ্টা করবেন। বেড়াতে নিয়ে যাবেন। ফুল অথবা ছোট খাটো উপহার দিবেন। ঘরে কাজে হেল্প করবেন। তার মতামতের গুরুত্ব দেয়ার চেষ্টা করবেন। ব্যস নারী এটুকুই চায়।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৩
সাইফুলসাইফসাই বলেছেন: জ্বি বোন এমনটাই বলতে চেয়েছি
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২০
বাকপ্রবাস বলেছেন: রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন? হা হা হা হা হা
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৯
সাইফুলসাইফসাই বলেছেন: হা হা হা ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩২
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন?