![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
চৌকস
সাইফুল ইসলাম সাঈফ
পুরুষ হয়ে জন্ম তবে নই চৌকস
রমণী চিন্তা করেই হয়ে গেছি উদাস।
চলে গেছে দীর্ঘসময় লাভ কী হলো
একা থাকলে হারায় সে সুখের আলো।
পছন্দ করতে হয়, তাল মিলাতে হয়
সময়ের সাথে সাথে মনও বদল হয়।
এড়িয়ে চলে চলে এখন ভীষণ নিঃসঙ্গ
প্রতিদিন দেখি কত বিচিত্র রকমের অঙ্গ।
তুমি মনের মত, দিচ্ছো না পাত্তা
তুমি মানুষ অর্ধেক, তাই নাই পূর্ণতা।
না চাইলে কী আর করা যায়
অন্য দিকে খুঁজার জন্য আছি চিন্তায়।
হয় তো হলো না কেউ পছন্দসই
হয় তো হলো না কেউ মানানসই।
তবে তুমি ফেলে দিলে আমায় ভাবনায়
পরিপাটি করতে থাকি দেখে নিজেকে আয়নায়।
ইচ্ছে জাগে তোমায় দেই লাল গোলাপ
ইচ্ছে জাগে তোমার সাথে করি আলাপ!
ইচ্ছে জাগে একান্তে নির্জনে বলি কথা
ইচ্ছে তোমায় ছোঁয়া যাবে না বৃথা।
হাল ছেড়ে দিলাম, জ্বালাবো না আর
তোমার ডাকে ছুটে গিয়েছি জীবনে প্রথমবার।
ওঁৎ পেতে থাকি নাই, থাকবো না
থাক না আমার হৃদয়ে জুড়ে যাতনা!
উত্তরা, ঢাকা।
০৬.০২.২০২৫
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭
সাইফুলসাইফসাই বলেছেন: হুম
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: ভালো।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৭
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩০
এম ডি মুসা বলেছেন: সুন্দর কবিতা। পুরুষ শব্দটি দীর্ঘশ্বাসের