![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
প্রতিশ্রুতি দাও
সাইফুল ইসলাম সাঈফ
প্রতিশ্রুতি দেওয়া সম্ভব হয়নি
প্রতিশ্রুতি কেউ দেয়নি
ভালোবাসা খুব দরকার
কিন্তু তা খুব দুর্লভ!
তোমার প্রীতি খুব প্রয়োজন
ঠিক আমারও চাই এখন!
যদি মনোমত, পছন্দ হই
প্রতিশ্রুতি দাও, সাড়া দাও।
বাগানে অজস্র ফুল ফোটে
সবাই দেখে বলে কী সুন্দর!
তাকে ছুঁতেও চায় সকলে
যদি প্রত্যেকে স্পর্শ করে
তাহলে হয়ে যাবে স্যাঁতসেঁতে
জাগবে না সে আর প্রভাতে!
এত জনে বলছে, কত মায়া
তবুও একলা, নও কারো প্রিয়া।
অঙ্গীকার করো, অঙ্গীকার করি
তুমি আমার কাছে বাহারি!
এসো পরাগায়ন করি জমানো ভালোবাসা
করতে পারো আমাকে ভরসা।
উত্তরা, ঢাকা।
১৪.০২.২০২৫
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৬
এ পথের পথিক বলেছেন: বিয়ে না করে থাকলে দ্রুত করে ফেলেন, আর ব্লগে দাওয়াত দিয়েন ।
সেই আপনাকে প্রতুশ্রুতি দিবে ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১৫
শায়মা বলেছেন: ভ্যালেনটাইন কবিতা!
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:২১
এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার অবিভ্যাক্তি ।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৭
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৯
সামরিন হক বলেছেন: চই হবে না চাই হবে ?