নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

আসাম লতা ফুল

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪২

আসাম লতা ফুল
সাইফুল ইসলাম সাঈফ

অবহেলিত শুভ্র সৌন্দর্য বিলায়
আসাম লতা ফুল!
বেখেয়ালি মন দেখে না
সুবাসে মুগ্ধতা ছাড়ে না!
এই ফুল দেব গুঁজে খোপায়
ভালোবাসি বলে দিলাম তোমায়!
এর মাঝে লুকায়িত গুণ
অল্প না, দেব প্রীতি বহুগুণ!
সানন্দে দুলে দুলে দোলা
এসো পাশে থেকো না একলা।
তোমার জন্য প্রেম সঞ্চিত
তা দেখলে হবে অভিভূত!
কত না ভাবে বহুরূপী ইঙ্গিত
তুমি এলে হবে আমার জিত।
বৃথা করো না, সোনালি সময়
তোমার পরশে হবে সুখময়!
দেখাই আগ্রহ, বলি সুন্দর
সুরম্য তুমি, সুরম্য অন্দর!
চারদিকে কত দেখি আবদ্ধ
তাতে হচ্ছে বৃত্তান্ত সমৃদ্ধ।

উত্তরা, ঢাকা।
২০.০২.২০২৫

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৩

সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ বোন

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: আসাম লতা ফুল দেখতে কেমন? ছবি আছে আপনার কাছে?

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫০

সাইফুলসাইফসাই বলেছেন: আমার কাছে নাই তবে গুগলে আসাম লতা লিখে সার্চ দিন। পরিচিত লতা গাছ। আগে বা গ্রামে ঝোপে-ঝাড়ে বেড়ে ওঠা গাছ। শরীরে কোনো অংশ কেটে গেলো এর পাতা কচলে ক্ষত জায়গা লাগালে রক্ত পড়া বন্ধ হয়ে যায়।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৮

জটিল ভাই ২.০ বলেছেন:
সহজের মাঝে সুন্দর মায়ামাখা কথামালা ♥

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৪

সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৭

রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৮

সাইফুলসাইফসাই বলেছেন: আপনাকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.