![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
খোয়া
সাইফুল ইসলাম সাঈফ
লুকানো ছিল হৃদয়ের যত কথা
মস্তিষ্ক বিগড়ে গেছে, জমে ব্যথা।
ব্যক্ত করতে পারিনি কাউকে যন্ত্রণা
আমার আছে সুপ্ত অনেক যাতনা!
চলে গেছে চুপ থেকে সময়
দুর্বল আরো, বেড়েছে দ্বিগুণ ভয়!
ছেড়ে গেছে একে একে সবাই
একসাথে থাকতাম,মায়াময় ছিল তাই।
ছুটা হয়নি, দেখেনি কেউ পাশে
বিত্ত হয়নি, পছন্দও হয়নি চারপাশে।
তোমায় জানিয়েছি প্রথম মনের বাসনা
তোমায় বলেছি মনের যত আল্পনা।
রমণী ছাড়া থাকা যায় বুঝলে
ধ্বংস হয় পুরুষ, না ছুঁলে!
তুমি যদি না পাও ছোঁয়া
বৃথা যাবে সোনালি দিন খোয়া!
পরিপক্ক হলে জুটি বাঁধে সকলে
সুখ-দুঃখ আর সন্তান মেলে।
প্রকৃতির নিয়ম না মানলে ক্ষতি
একলা থেকো না তুমি সুমতি।
প্রতিমুহূর্ত থাকতে পারবে না সুখি
তোমার ডাগর চোখে স্বপ্ন দেখি।
তোমার দেহের আবারণ খুব সুন্দর
নিশ্চয় সুরম্য তোমার অন্তর, অন্দর।
বেগানা থেকে লুকিয়ে রাখা ঠিক
বৈধ করে প্রকাশ করা দিক।
শীতল হবে না, অশান্ত চিত্ত
উপার্জন করে জোগাড় করব বিত্ত।
শুধু তুমি পাশে থাকো প্রীতি
তোমায় উপহার দেব চমৎকার স্মৃতি।
হারিয়ে গেলেও যা ভুলবে না
কারণ তুমি আমার সৃষ্টির প্রেরণা।
উত্তরা, ঢাকা।
২৫.০২.২০২৫
©somewhere in net ltd.