![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ঠিকানা দাও
সাইফুল ইসলাম সাঈফ
ঠিকানা দাও, পাঠাই পাওয়ার জন্য-
প্রস্তাব! তুমি আমার প্রেম অনন্য।
ভালোবাসি বলার জন্য খুব ব্যাকুলতা
মন খাঁ খাঁ করে, শূন্যতা!
বেঁধে রাখতে চাই মায়ার বাঁধনে
তুমি থাকো মুহূর্তে মনে মনে।
বলে দাও চিৎকার করে ভালোবাসি
যে প্রীতি হবে না বাসি।
হাত বাড়িয়ে দিলাম, ধরো হাত
রাতের পরে উঠে রবি, প্রভাত।
প্রতিটি বসন্ত যায় বিরহে কেটে
তোমার রূপ প্রতিদিন হৃদয়ে ফোটে!
তুমি বিহীন বিশাল বিষাদ তরঙ্গ
আমি করি না কখনো রঙ্গ!
আমার ইচ্ছে বলি তোমায় ভালোবাসি
বললে হবো ভীষণ সুখি-খুশি!
তোমার পানে চেয়ে আছি রমণী
হয়ে যাও তুমি ঘরের রানী।
হলে রাজি সাড়া দাও চিত্তে
জীবনে চলি চলো একই বৃত্তে।
উত্তরা, ঢাকা।
১২.০৩.২০২৫
©somewhere in net ltd.