![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
হও, হয়ে যাও
সাইফুল ইসলাম সাঈফ
হও, হয়ে যাও আমার
তুমি প্রথম হৃদয়ে প্রস্ফুটিত ফুল
তোলপাড় হয়ে যাচ্ছে চিত্তে
শুধু তোমার অনাগ্রহে!
তোমার দেহের সুগন্ধের জন্য
আর তোমার সৌন্দর্য দেখার জন্য
আমি এতটাই হয়ে আছি উদগ্রীব
কারণ কোনো রমণী আমি ছুঁই নি!
সাহস করে কেবল তোমাকে
ব্যক্ত করেছি মনের লুকিয়ে রাখা কথা।
তোমার ডাকে ছুটে গিয়েছি
সেজন্য আমি ভীষণ খুশি!
সত্যি আমি ছুটে নি
সেজন্য আমার হৃদয় শূন্য
আমি নিয়তই করি নি
কারণ ভেবেছি পাবো এমনি এমনি।
সময় হলে প্রায় সবার জুড়ে যায়
মন্দভাগ্য আমার আর জুটে নি।
খাদ্য-শস্যের জন্য তুমি চিন্তা করো না
কঠোর পরিশ্রমে করব জোগাড়, ভেবো না।
তোমাকে আমি একান্তে পাওয়ার জন্য
দিয়েছি প্রস্তাব, এটা না পাপ।
তোমার চেহারা আর গুণে আমি মুগ্ধ
তুমি না করেছো তাই জ্বলছে মন, দগ্ধ!
প্রশংসা করি কারণ তুমি উত্তম নারী
তুমি সুন্দর খুব, অনেক বাহারি!
স্রষ্টার নিকট প্রার্থনা হও সম্মানিত
হোক তোমার জীবন উন্নত, আনন্দিত!
উত্তরা, ঢাকা।
০৫.০৪.২০২
০৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯
সাইফুলসাইফসাই বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৫১
রাজীব নুর বলেছেন: দুর্বল কবিতা।