![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সমর্থন
সাইফুল ইসলাম সাঈফ
দেখা যায় বিভিন্ন মাধ্যমে
প্রতিদিন প্রায় নজরে পড়ে
কুকুরও ঐক্য হয়ে করে আক্রমণ
ওরাও সমর্থন পায়, কাড়ে কারো মন।
প্রায় প্রতিটি মানুষ জোর দেখায়
বিভিন্ন কায়দায়, বিবিধ ঘটনায়।
হিংস্র সিংহ বাঁচার জন্য করে শিকার
মহিষও বাঁচার জন্য চেষ্টা করে প্রতিবার।
শক্তি যার সে টিকে যায়, জিতে যায়
দুর্বল হারে, কেঁদে কেঁদে যায়!
আমার জীবনে হয়েছে বেশি হার
বাঁচার জন্য আকুতি-মিনতি বারবার।
কত অনুনয় বিনয় করি নিত্যদিন
গলে না হৃদয় এতই কঠিন।
সহযোগিতার মেলে খুবই কম
মেলে বেশি উপদেশ, লাগে শরম।
সাপোর্টে অভাবে হেরে যায় চিত্ত
পরাজিত হয়ে গেছে জীবন তিক্ত!
ইচ্ছেগুলো মরে গেছে সেই কবে
দুঃখের দিন কবে শেষ হবে?
উত্তরা, ঢাকা।
২০.০৬.২৫
২| ২১ শে জুন, ২০২৫ সকাল ১১:৪২
রাজীব নুর বলেছেন: ফারমার২ বলেছেন: আপনার কবিতা পড়ে মনে হয়, আপনার কোন রকম দক্ষতা নেই! আপনি কি করেন?
সহমত।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০২৫ রাত ৯:৫৯
ফারমার২ বলেছেন:
আপনার কবিতা পড়ে মনে হয়, আপনার কোন রকম দক্ষতা নেই! আপনি কি করেন?