![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
বিচ্ছিন্ন
সাইফুল ইসলাম সাঈফ
আমার মোবাইলে প্রতিদিন
একটি কলও আসে না
আগে মা কল দিত
এখন আর দেয় না
আমার ভীষণ যন্ত্রণা!
কারণ করেছি আবদার, রাগারাগি
ঝামেলা আর ভাঙাভাঙি
তাই আমি হারিয়েছি গুরুত্ব
আমি এতই অবহেলিত
দিনদিন বাড়ে কেবল ক্ষত!
আমি চালাক-চতুর নই
কারো পছন্দের কই?
ভাই আছে, বোন আছে
রাগ করে করে বিচ্ছিন্ন
আমার খোঁজ নেয় না কেউ
দেখা হলেও ভাব, অচেনা!
যারা বাবা মারা যাওয়ার পর
কঠিন প্ররিশ্রম করে খাইয়েছে
তারাই আজ চিনে না
একা একা কী যে বেদনা?
খুঁজে পেলাম না মনের মানুষ
দোষ কারণ নই বেহুশ।
উত্তরা, ঢাকা।
২৯.০৮.২৫
©somewhere in net ltd.