![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
প্রথম বিমান দেখি
সাইফুল ইসলাম সাঈফ
প্রথম ঢাকায় এসে থাকি কাঁচা বাজার
কত সাল মনে পড়ছে না
খেয়াল হয় আজমপুর স্কুলে
ক্লাস করা ও পড়ালোখার স্মৃতি
ভাই-বোন আর মা
সবাই মিলে বসবাস করি।
বাবা ছিলেন না
চলে গেছেন না ফেরার দেশে!
মেজো ভাই ক্ষুদ্র ব্যবসা
আর বড় ভাই চালাতেন গাড়ি।
যাচ্ছিলো দিন খেলাধুলায়
ছিলাম না কোনো অবহেলায়।
একদিন বাসা ছেড়ে
চলে যাই অন্য এলাকায়।
এয়ারপোর্ট রানওয়ের সংলগ্ন
বিমানের আওয়াজে থাকা যেতো না মগ্ন!
একদিন ইচ্ছে জাগলো যাবো দেখতে
কীভাবে বিমান উড়ে আকাশে?
ছিলো বিস্ময়, দেখার জন্য উৎসুক
দেখতে পেলে পাবো ভীষণ সুখ!
একদিন সাহস করে চলে গেলাম
রানওয়ের দিকে ছুটলাম।
আমি আর পিঠাপিঠি ভাই
হাঁটতে হাঁটতে নিরাশ
ফেলছি ঘনঘন শ্বাস।
সিদ্ধান্ত নিলাম ফিরে আসার
তখনই প্রথম বিমান দেখি
আহা রে কী যে খুশি!
উত্তরা, ঢাকা।
০৪.০৯.২০২৫
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৯
সাইফুলসাইফসাই বলেছেন: খুশি হয়ে বাড়ি ফিরে আসি
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ বেশ স্মৃতিময় অনুভব
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২০
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি ভাই
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৬
সামরিন হক বলেছেন: মনে পড়ছে না প্রথম বিমান দেখার অনুভূতি।
শুভেচ্ছা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২১
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৫
সৈয়দ কুতুব বলেছেন: ভালো হয়েছে কবিতা ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৩
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার লেখা পড়ি কিন্তু কী মন্তব্য করব ভেবে পাই না। তবে পড়ে ভালো লাগে অনেক কিছু জানতে পারি। কীভাবে যে অতীতে ঘটে যাওয়া ঘটনা থেকে তথ্য সংগ্রহ করে লেখেন চিন্তা করে কুল পাই না।
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২০
বিজন রয় বলেছেন: বাড়ি ফিরে কি করেছিলেন?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২১
সাইফুলসাইফসাই বলেছেন: তা আর মনে নেই ভাই
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৩
বিজন রয় বলেছেন: মনে নেই কেন?
মনে করে বলুন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৬
সাইফুলসাইফসাই বলেছেন: ঠিক আছে মনে করার চেষ্টা করছি
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩১
অপ্সরা বলেছেন: আমিও কবে প্রথম বিমান দেখেছিলাম মনে করতে পারছি না!!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫০
সাইফুলসাইফসাই বলেছেন: মনে করার চেষ্টা করতে থাকুন। অসংখ্য ধন্যবাদ
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯
এইচ এন নার্গিস বলেছেন: ভালো লিখেছেন ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫০
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬
সামিয়া বলেছেন: বাহ্ চমৎকার
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫১
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ
১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৩
বাজ ৩ বলেছেন:
চমৎকার কবিতা
ছবিটা অনেক দূর থেকে তুলা,রানওয়ে থেকে প্রায় ৩ কিমি দূর থেকে
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৮
বিজন রয় বলেছেন: প্রথম বিমান দেখে খুব খুশি হয়েছিলেন? তো সে খুশিতে কি করেছিলেন?